সংশোধিত ট্যাক্স কার্ড নীতিমালা অনুমোদন

সোমবার-সচিবালয়ে-মন্ত্রিসভা-বৈঠকরাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে তুলতে জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১৬ (সংশোধিত) এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আজকের বৈঠকে সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০১৫-১৬ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট ম্যাচ জয় করায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।

শফিউল আলম জানান, এছাড়া আজকের বৈঠকে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬ এবং বাংলাদেশ কর্তৃক ডিএইচ সনদ অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি।

/এসআই/এসএনএইচ/টিএন/