৯৯ শতাংশ শিশু পরিচিতদের দ্বারা নির্যাতনের শিকার: ফরিদা ইয়াসমিন

 

ফরিদা ইয়াসমিন

১০ শতাংশ শিশু নৃশংসতার শিকার। তার ৯৯ শতাংশ পরিচিতদের দ্বারা নির্যাতিত। শিশুদের মধ্যে এক ধরনের ডিফেন্স ম্যাকানিজম কাজ করে বলে অপরিচিতদের কাছে যায় না। পুলিশের উইমেন সাপোর্ট অ্যাণ্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার ফরিদা ইয়াসমিন একথা বলেন। বাংলা ট্রিবিউন আয়োজিত শিশু নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠকিতে তিনি আরও বলেন, পরিবারের কাছের মানুষদের দ্বারা নির্যাতনগুলো লুকানোর চেষ্টা করে। মাকে জানানোর পরও মা এ বিষয়ে সাবধানতা অবলম্বন করেনি।

এক থেকে ৫ বছরের যারা নির্যাতনের শিকার হচ্ছে তারাতো বলতে পারছে না সেক্ষেত্রে কী করা হয় বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেলের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেক্ষেত্রে পরিবারের সদস্যরা না দেখা পর্যন্ত সেই নির্যাতন চলতে থাকে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন  বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, শিশু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের ডিরেক্টর চাইল্ড প্রটেকশন লায়লা খন্দকার, সঙ্গীতশিল্পী ও অভিবাবক সামিনা চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টেগেইশন বিভাগের উপ-কমিশনার ফরিদা ইয়াসমিন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান,  হ্যালো বিডি’র শিশু সাংবাদিক পৃথা প্রণোদনা এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/