আইএসপিআর জানায়, সাবমেরিন দু’টি বাংলাদেশে নিয়ে আসার জন্য এরইমধ্যে দু’দেশের নৌবাহিনীর অফিসার ও নাবিকদের যৌথ তত্ত্বাবধানে বাস্তব প্রশিক্ষণ ও সি ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। ০৩৫ জি ক্লাসের সাবমেরিন দু’টি শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে। আগামী বছরের শুরুতে বানৌজা ‘নবযাত্রা’ এবং বানৌজা ‘জয়যাত্রা’ নামে নৌবহরে যুক্ত হবে।
আইএসপিআর আরও জানায়, সোমবার এ উপলক্ষে চীনের দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে সাবমেরিন দু’টি হস্তান্তর করেন রিয়ার অ্যাডমিরাল লিউ জিঝু। এ সময় বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের বলেন, ‘চীন থেকে দু’টি সাবমেরিন সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসেবে যাত্রা শুরু করলো।’ তিনি এই সাবমেরিন দু’টির নতুনভাবে সজ্জিতকরণ ও ক্রুদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য চীনা নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। নৌবাহিনী প্রধান বলেন, ‘বর্তমান সরকার নৌবাহিনীকে আধুনিক, ত্রিমাত্রিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।’ নৌবাহিনীর উন্নয়নে এসব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের জন্য নৌপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: চীনের কাছ থেকে ২টি সাবমেরিন কিনলো বাংলাদেশ
/জেইউ/এমএনএইচ/