জসিম ‍উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিচার শুরু

জসিমউদ্দিন রাহমানী

মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীম ‍উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালত আগামী বছরের ৪ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

আজ আদালতে জসীম ‍উদ্দিন রাহমানীসহ মামলার অপর তিন আসামি উপস্থিত ছিলেন। তারা হলেন, সাইফুল ইসলাম ওরফে প্রিন্স ওরফে বাবু, মো. নাইম ও আলী আজাদ। এদের মধ্যে আলী আজাদ জামিনে রয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন, মো. জাহিদুর রহমান, কাজী রেজওয়ান, কাজী নাইমুল হাসান, মো. জুম্মন, মো. পিয়াস ওরফে আবদুল্লাহ আল আসাদুল্লাহ, আমিনুল ইসলাম। এই ৬ জন বিভিন্ন সময়ে আদালত থেকে জামিন নেন। তবে তারা বর্তমানে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বলেন, আদালতে উপস্থিত চার আসামিকে অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেন।

মামলায় বলা হয়, ২০১৩ সালের ২৫ আগস্ট মোহাম্মদপুর থানা এলাকায় আসামিরা উগ্রপন্থী খুতরা ও বয়ান প্রচারের মাধ্যমে জঙ্গি তৎপরতায় প্ররোচিত করার অভিযোগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারন চন্দ্র বর্মণ মোহাম্মদপুর থানায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবদুল লতিফ শেখ এই ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, এই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকায় মামলার কার্যক্রম আটকে যায়। এ বছর মন্ত্রণালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হলে ৮ নভেম্বর এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

মো. জসীম ‍উদ্দিন রাহমানীকে ব্লগার আহম্মেদ রাজীব হায়দায় হত্যা মামলায় ৫ বছরের সাজা দিয়েছিল আদালত।

/এমডিপি/টিএন/