বিমানের জরুরি অবতরণ যান্ত্রিক ত্রুটি হতে পারে, মনুষ্য সৃষ্টও হতে পারে: প্রধানমন্ত্রী

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাতুর্কমেনিস্তানে জরুরি বিমান অবতরণের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিমানটি জরুরি অবতরণ যান্ত্রিক কারণে হতে পারে, মনুষ্য  ‍সৃষ্টও হতে পারে ‘  শনিবার বিকালে হাঙ্গেরি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এর আগে একটি দলের নেতাদের বক্তব্যগুলো শুনলে অনেক কিছুই বোঝা যায়। দুর্ঘটনা দুর্ঘটনাই এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তদন্ত করা হচ্ছে, দেখা যাবে। সবচেয়ে বড় কথা বেঁচে আছি, আপনাদের সামনে আছি।’

প্রধানমন্ত্রী বলেন,  ‘যাই হোক, কোনও ধরনের দুর্ঘটনা ঘটেনি। সহি-সালামতে ফিরে এসেছি। সবার দোয়া চাই। যেদেশে বঙ্গবন্ধুসহ আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধীদের মন্ত্রী বানানো হয়েছে, সেদেশে তাহলে কার জীবনটা নিরাপদ?’

প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমানের প্রয়োজন নেই, বিলাসিতা করার অবস্থা আমাদের এখনও আসেনি। জীবনের ঝুঁকি নিয়েই দেশে এসেছি, মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। দেশের মানুষ যে বিমানে যাত্রী হয়ে যাচ্ছে, তাদের নিরাপত্তা না থাকলে আলাদা বিমান করে কী লাভ? আমার কাছে তো দেশের মানুষই তো সব। সেখানে যদি আমার নিরাপত্তা না থাকে তাহলে লাভ কী।’

এ সময় ভারত সফরে তিস্তা চুক্তি নিয়েও আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির প্রস্তাবের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘এর আগে পাঁচটি সিটি নির্বাচনে জিতেছিল বিএনপি, তখন নির্বাচন কমিশন নিয়ে কথা বলেনি কেন? এখন কেন কথা বলছে? নির্বাচন কমিশন গঠন বিষয়ে খালেদা জিয়া প্রস্তাব দিয়েছেন। তারা রাষ্ট্রপতিকে বলুক। রাষ্ট্রপতি পদক্ষেপ নেবেন। বিএনপি নির্বাচন নিয়ে কী খেলা খেলেছে, তা স্মরণ করা উচিত। একটা দলের প্রধান হিসেবে ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচন থেকে দূরে ছিলেন খালেদা জিয়া।’

/পিএইচসি/এমও/এমএনএইচ/টিএন/