‘নির্বাচন কমিশন গঠনের পদক্ষেপ রাষ্ট্রপতিই নেবেন’

 

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনানির্বাচন কমিশন বিষয়ে নিয়ে বিএনপির প্রস্তাবের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি তো এর আগে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জিতেছে। তারা তখন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলেনি কেন? ‘উনার (খালেদা জিয়া) প্রস্তাব উনি দিয়েছেন। এখন রাষ্ট্রপতিকে বলুন। নির্বাচন কমিশন গঠন বিষয়ে পদক্ষেপ রাষ্ট্রপতিই নেবেন।’ শনিবার বিকালে হাঙ্গেরি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ সব কথা বলেন।

বিএনপির অনেকেই মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা দেখছেন। আপনি এ সম্ভাবনা দেখছেন কিনা—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৫ জানুয়ারি নির্বাচনের পর ৯ জানুয়ারি শপথ নিয়েছি। সরকারের তিন বছর পেরিয়ে গেছে। এখন মধ্যবর্তী নির্বাচনের কথা বলতে তারা সম্ভবত পরবর্তী নির্বাচনের কথা বলছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপি প্রধানের ‍ভুল ছিল। একটি দলের প্রধান হিসেবে ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচন থেকে দূরে ছিলেন তিনি। বিএনপি নির্বাচন নিয়ে কী খেলা খেলেছে, তা স্মরণ করা উচিত। তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, ক্ষয়ক্ষতি করেছে। সে জবাব তারা আগে জাতির কাছে দিক।’

/টিআর/এমএনএইচ/