ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পাচ্ছে মাতৃভাষায় বই

ছাপাখানায় গিয়ে পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি দেখেন শিক্ষামন্ত্রী


দেশে প্রথমবারের মতো প্রাক-প্রাথমিক পর্যায়ে পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের নিজস্ব মাতৃভাষার বই দেওয়া হচ্ছে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রথমবারের মতো ব্রেইল বই দিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রবিবার দুপুরে রাজধানীর মাতুয়াইলে দুটি ছাপাখানা পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৪ হাজার শিক্ষার্থীর জন্য এবার প্রথমবারের মতো তাদের মাতৃভাষায় বই দেওয়া হচ্ছে। আর দৃষ্টি প্রতিবন্ধী ৯ হাজার ৭০৩ জন শিক্ষার্থীকে এনসিটিবি ব্রেইল বই দিচ্ছে প্রথমবারের মতো।

এর আগে সমাজ কল্যাণ মন্ত্রণালয় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই দিতো।

/এসএমএ/টিএন/