নবম ওয়েজবোর্ডের দাবিতে সাংবাদিকদের অবস্থান ধর্মঘট

ডিএফইউজে এবং বিএফইউজেপূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবসহ সারা দেশে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সবগুলো ইউনিয়ন অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে।

এসময় বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুকসহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের দাবি অনুযায়ী,সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে। অথচ সাংবাদিকদের বেতন বাড়েনি। তাই নবম ওয়েজবোর্ড ঘোষণা করে ন্যায্য দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

/আরএআর/এএআর/আপ-এসএনএইচ/