নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের অবস্থান ধর্মঘট

received_1805633019681445

নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে সোমবারও অবস্থান ধর্মঘট পালন করছেন প্রিন্ট ও ইলেকট্রোনিকস মিডিয়ার সাংবাদিকরা।

রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করছেন সাংবাদিকরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সবগুলো ইউনিয়ন অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল মহাসচিব ওমর ফারুক ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত আছেন।

সাংবাদিকদের দাবি, সরকারি কর্মকর্তাদের বেতনভাতা বাড়ানো হয়েছে। জিনিসপত্রের দাম কয়েকগুণ বেড়েছে। অথচ সাংবাদিকদের বেতন বাড়েনি। ফলে নবম ওয়েজবোর্ড ঘোষণা করে সাংবাদিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।

/আরএআর/এসটি/