সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রশংসায় কানাডা হাইকমিশনার

 

বেনোইট পিয়েরে লারামি ও ওবায়দুল কাদেরধর্মীয় উগ্রবাদসহ সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের অবস্থানের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট পিয়েরে লারামি। একই সঙ্গে তিনি আন্তঃসীমান্ত সন্ত্রাস দমনে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে বলে মত দেন তিনি।

সোমবার মন্ত্রণালয়ের অফিসকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হাইকমিশনার বলেন, ‘নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং লিঙ্গ সমতা অর্জনে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়।’

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘কানাডা ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার দুদেশের মধ্যে সম্ভাবমনাময় খাতসমূহে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও কানাডা দ্বিপাক্ষিক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিবে।’

সূত্র: বাসস

/এসএনএইচ/