ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের ইয়ুথ ডেলিগেশন দলের সাক্ষাৎ

বাংলাদেশ প্রতিনিধি দলের উদ্দেশে ভাষণ দিচ্ছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের ১০০ সদস্যের ইয়ুথ ডেলিগেশন দল। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে ভারতের যুব ও ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল এবং মন্ত্রণালয়ের সচিব ডা. এ কে দুবে উপস্থিত ছিলেন।  ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আমন্ত্রণে গত রবিবার দেশটিতে সফরে যান ইয়ুথ ডেলিগেশন দলের সদস্যরা।  এই দলে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার ৫০ জন পুরুষ ও ৫০ জন নারী সদস্য রয়েছেন।

প্রতিনিধি দলের সদস্যরা তাদের ৮দিনের সফরে ভারতের নয়াদিল্লী, আগ্রা, আহমেদাবাদ, কলকাতাসহ বেশ কয়েকটি শহর ভ্রমণ করবেন। এসব জায়গার দর্শনীয় স্থান দেখার পাশাপাশি শিক্ষা, ব্যবসা, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠানও ঘুরে দেখবেন তারা।

বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী

এই সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ।

ইয়ুথ ডেলিগেশনের প্রতিনিধিদের এটা পঞ্চম ভারত সফর। ২০১২ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ১০০ তরুণকে এ সুযোগ দিয়ে আসছে ভারত সরকার। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, প্রকৌশলী, রেডিও জকি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ।

 /এমও/এএআর/