সাঁওতালদের উচ্ছেদ কেন, প্রশ্ন প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নির্যাতনের উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আমি এ বিষয়ে এখনও কিছু বলব না।’ তবে সাঁওতালদের কেন উচ্ছেদ করা হলো, এ প্রশ্ন রেখেছেন তিনি।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী পরিষদের ‘বিজয়া সম্মিলন-২০১৬’ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘দেশে উগ্রতার ভাব তৈরি হয়েছে। এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর নানা প্রান্তে দেখা দিয়েছে। আমরা যদি এটাকে ছোট করে দেখি তাহলে ভুল করা হবে।’
সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় এ সম্মিলনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরও বলেন, ‘একটা সমাজের সভ্যতার মাপকাঠি নিরূপণ করা হয় সেখানকার আইনের শাসনের মাধ্যমে। জাতি-ধর্মের পাশাপাশি মানবতা একটা দেশের জন্য বড় জিনিস।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

/ইউআই/এএআর/

আরও পড়ুন: সাঁওতালদের ওপর হামলার ঘটনায় রংপুরে সংহতি সমাবেশ