শাকিলের মরদেহের ময়নাতদন্ত শুরু

মাহবুবুল হক শাকিল

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। সকাল ৯টার কিছু আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের তিনজন চিকিৎসক তার ময়নাতদন্ত শুরু করেন। তিন চিকিৎসক হলেন, ঢামেকের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ, আ ক ম শফিউজ্জামান এবং প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘ঢামেক মর্গে মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত চলছে।’

এর আগে সকাল ৮টার দিতে তার লাশ বারডেমের হিমঘর থেকে ঢামেক হাসপাতালের মর্গে নেওয়া হয়।  

মঙ্গলবার দুপুরে মারা যান মাহবুবুল হক শাকিলের। তার বয়স হয়েছিল ৪৭ বছর। বিশেস সহকারী হওযার আগে শাকিল প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। 

/জেইউ/এসটি/