মুরগি-মাছের খাবার নিয়ে হাইকোর্টের রায় আপিলেও বহাল

হাইকোর্ট


মুরগি ও মাছের খাবারে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বিচারপতি মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ বুধবার এ রায় দেন।

২০১১ সালে মুরগি ও মাছের খাবার তৈরিতে ট্যানারির বর্জ্য ব্যবহার এক মাসের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে খাদ্যে ট্যানারি বর্জ্যরে ব্যবহার বন্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুই মাসের মধ্যে জানাতে এবং একটি নীতিমালা তৈরি করে বিষয়টি পর্যবেক্ষণে রাখতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছিলেন আদালত।
২০১০ সালের ২৬ জুলাই জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ এ বিষয়ে একটি রিট মামলা দায়ের করেছিলেন।  
রিটকারী আইনজীবী সাংবাদিকদের বলেন, ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি করা খাবার মুরগি ও মাছকে খাওয়ানো অস্বাস্থ্যকর। এসব অস্বাস্থ্যকর খাদ্য খাওয়ানো মুরগি ও মাছ খেলে মানুষের মারাত্মক স্বাস্থ্য সমস্যা হতে পারে।

/ইউআই/এসটি/