মওদুদের নাইকো দুর্নীতির মামলা নিয়ে হাইকোর্টের রায় আপিলেও বহাল

মওদুদ আহমদ

নাইকো দুর্নীতির মামলায় মওদুদ আহমদের অংশের শুনানি স্থগিত রেখে দেওয়ার হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রবিবার চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি এ বিষয়ে দেওয়া রুল আমলে নিয়ে আগামী ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশে দিয়েছেন।

মওদুদ আহমদের পক্ষে তিনি নিজে আইনজীবী হিসেবে ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান উপস্থিতি ছিলেন।আদেশ দেশে দুদকের আইনজীবী জানান, এ আদেশের ফলে কেবল মওদুদের অংশের ওপর স্থগাতিদেশ বহাল থাকল।

এর আগে ১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। 

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারদলীয় জোট সরকারের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। খালেদা জিয়াসহ ১১ আসমির বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে। আগামী ১৫ ডিসেম্বর এ মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

এর মধ্যে মওদুদ আহমদ এ মামলায় আরও কিছু নথি তলব চেয়ে এবং ওয়াশিংটনে নাইকোর বিষয়ে চলা আরবিট্রশেন শেষ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন। তবে ১৬ আগস্ট বিচারিক আদালত এ আবেদন খারিজ করে দেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি আবেদন করেন মওদুদ আহমদ।

এর বিরুদ্ধে মওদুদ আহমদ হাইকোর্টে রিভিশন মামলা করেন। মামলার পক্ষে মওদুদ আহমদ নিজেই এবং দুদকের পক্ষে খুরশীদ আলম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট ১ ডিসেম্বর এ আদেশ দিয়েছিলেন।

/ইউআই/এসটি/