১৩ ক্লাবে তাস খেলায় নিষেধাজ্ঞা ৮ সপ্তাহের জন্য স্থগিত

হাইকোর্ট

ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ৮ সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত রুল নিষ্পত্তিরও আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ৪ ডিসেম্বর জনস্বার্থে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, খুলনা মহানগর, সিলেট মহানগরের পুলিশ কমিশার, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকদের আদালতের এ আদেশ পালন করতে হবে।

এরপর ঢাকা ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ ডিসেম্বর এক দিনের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার বিচারপতি। পরবর্তীতে বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখে লিভু টু আপিল করতে নির্দেশ দেন আপিল বিভাগ। আজ লিভ টু আপিল নিষ্পত্তি করে আদালত এ আদেশ দেন। আবেদনকারীদের আইনজীবী রেদোয়ান আহমেদ রানজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

১৩টি ক্লাব হলো ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমণ্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব। অন্তর্বর্তীকালীন আদেশ ছাড়াও রুল জারি করা হয়েছে। রুলে অভ্যন্তরীণ খেলার নামে কার্ড, ডাইস ও হাউজি খেলার বেআইনি ব্যবসা আয়োজনকারীদের বিরুদ্ধে কেন যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার মোহাম্মদ সামীউল হক ও রোকন উদ্দিন মো. ফারুক।

/ইউআই/এসটি/