অভিবাসন গ্লোবাল কম্প্যাক্ট নিয়ে বাংলাদেশের তিন প্রস্তাব


জিএফএমডি সম্মেলনঅভিবাসীদের অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ গ্লোবাল কমপ্যাক্ট গঠনের প্রস্তাব করেছে এবং এই কমপ্যাক্ট বাস্তবায়নের জন্য তিনটি ভিন্ন রূপরেখা দিয়েছে।
গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যন্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘কমপ্যাক্টের বিষয়ে বাংলাদেশ প্রস্তাব করেছিল এবং সব দেশ কমপ্যাক্ট নিয়ে আলোচনায় একমত হয়েছে। এখন প্রশ্ন হলো- কমপ্যাক্ট কী ধরনের হবে। এটি বাধ্যতামূলক হবে কি না, আইন হবে কি না, তা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা তিনটি প্রস্তাব দিয়েছি। আমরা বলেছি, এটি কনভেনশন হতে পারে এবং তা সবার জন্য বাধ্যতামূলক হতে পারে। দ্বিতীয় প্রস্তাবটি হলো, এটি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) মডেলে হতে পারে- যেটি বাধ্যতামূলক হবে না, কিন্তু সবার অংশীদারিত্ব থাকবে। আর শেষর প্রস্তাবটি হলো, আগের দুইটি প্রস্তাবনা মিলিয়ে মাঝামাঝি কিছু একটি ব্যবস্থা হতে পারে, যেখানে কিছু বিষয় বাধ্যতামূলক থাকবে এবং কিছু বিষয় বাধ্যতামূলক থাকবে না।’
জিএফএমডির দ্বিতীয় দিনের আলোচ্যসূচি নিয়ে শহীল হক বলেন, ‘আজকে ছয়টি রাউন্ড টেবিল বৈঠক হয়েছে এবং তিনটি সাইড ইভেন্ট হয়েছে। এর মধ্যে বাংলাদেশ অভিবাসন ও কানেক্টিভিটি বিষয়টি প্রস্তাব করলে এটি নিয়ে অনেক আলোচনা হয়। আমরা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার কথা বলছি। কিন্তু মানুষ চলাচলের ওপরে এর প্রভাব কী, তা কেউ বলছে না। এটি নিয়ে এখানে আলোচনা হচ্ছে।’

 

/এসএসজেড/টিআর/