পিইসিতে পাসের হার ৯৮ দশমিক ৫১

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানপ্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ২০১৬’এ পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ। এই পরীক্ষায় এবার জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর হাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি ও পিএসপি পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান পিইসি পরীক্ষার বিস্তারিত ফল জানান। 
এবার পিইসিতে পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন। পাস করেছে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন।  উত্তীর্ণদের মধ্যে ১২ লাখ ৭০ হাজার ২২২ জন ছাত্র এবং ১৫ লাখ ১৮ হাজার ২১০ জন ছাত্রী। গড় পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ছাত্রদের পাসের হার ৯৮ দশমিক ৪৪ এবং ছাত্রীদের পাসের হার ৯৮ দশমিক ৫৬।
মন্ত্রী জানান, পাসের হার বিবেচনায় সাত বিভাগের মধ্যে শীর্ষে বরিশাল বিভাগ। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক শূন্য ৯ ভাগ।  ৬৪ জেলার মধ্যে প্রথম রয়েছে মুন্সিগঞ্জ। সেখাসে পাসের হার ৯৯ দশমিক ৯২ ভাগ। 

দেশের ৫০৮টি উপজেলার মধ্যে শতভাগ পাস করেছে ১৭টি উপজেলায়।

তিনি আরও জানান, বিশেষ চাহিদা সম্পন্ন ৪ হাজার ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ১৬৫ জন। পাসের হার ৯৬ দশমিক ১৪ ভাগ।

ইবতেদায়ী

মন্ত্রী জানান, ইবতেদায়ী মাদ্রাসায় ২ লাখ ৫৭ হাজার ৫০০ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ৩০ হাজার ৮৭৩ জন। ছাত্রী ১ লাখ ২৬ হাজার ৬২৭ জন। মোট পাস করেছে  ২ লাখ ৪৬ হাজার ৮১৮ জন।  পাসের হার  ৯৫ দশমিক ৮৫ ভাগ। জিপিএ- ৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন। ১০৫টি উপজেলায় শতভাগ পাস করেছে।

পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৬৩ ভাগ। ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক শূন্য ৮ ভাগ। 

সর্বোচ্চ পাসের হার বিবেচনায় সাত বিভাগরে মধ্যে রাজশাহী শীর্ষে। এখানে পাসের হার ৯৮ দশমিক শূন্য ৩ ভাগ। ১০৫টি উপজেলায় শতভাগ পাস করেছে।

মাদ্রাসায় সারাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯৮ জন। পাসের হার ৯৪ দশমিক ৭৪ ভাগ।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৭ সালে কোনও শিক্ষকের সংকট যেন না হয়  সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর কোনও শিক্ষার্থীকে মাঠে পাঠদান করতে  না হয় সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

/এসএমএ/এফএস/