‘নির্বাচনে যাওয়ার জন্যই বিএনপি সংগ্রাম করছে’ (ভিডিও)

বাংলা ট্রিবিউন লাইভ ইনফো অনুষ্ঠানে অতিথিরাআগামী জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ইচ্ছা বিএনপির রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী। তিনি বলেন, সেই লক্ষ্যেই বিএনপি সংগ্রাম করে যাচ্ছে। তবে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করানোর দায়িত্ব অনেকটাই ক্ষমতাসীন দলের। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে বাংলা ট্রিবিউন ইনফো শো— ফেসবুক লাইভ অনুষ্ঠানে ‘নির্বাচন কমিশন ও আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে মহাজোটের শরিক দল তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল বলেন, ‘আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হোক।’
অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ। প্রযোজনায় চৌধুরী আকবর হোসেন।
বাংলা ট্রিবিউনের ইনফো শোতে আলোচনায় সরকারকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশটাই এমন করুন যেখানে আস্থা ও বিশ্বাস— দু’টোই থাকবে। এমন পরিবেশ তৈরি করুন যেন সব দল নির্দ্বিধায় নির্বাচনে অংশ নিতে পারে। এমন একটি প্রক্রিয়া তৈরি করুন যেন শুধু এবারের নির্বাচন নয়, আগামীতেও যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও গণতান্ত্রিক সব দল নির্বাচনে অংশ নিতে পারে।’
নতুন নির্বাচন কমিশন (ইসি) ও আগামী নির্বাচন নিয়ে তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে দলের পক্ষ থেকে স্বাধীন ইসি গঠনের প্রস্তাব দিয়েছি। ওই প্রস্তাবে একটি সার্চ কমিটি গঠনের কথা বলেছি আমরা।’
নির্বাচন কমিশনের প্রতি সবাইকে আস্থাশীল করতেই রাষ্ট্রপতি সব নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ করছেন বলে মন্তব্য করেন এম এ আউয়াল।

 

/আরজে/টিআর/