‘সিদ্ধান্ত পরিবর্তন না করলে পরিবারসহ মেয়রের বাড়িতে গিয়ে খেয়ে আসুন’

IMG_20170114_113716

সন্ধ্যার পর ফুটপাতে হকার বসা নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সিদ্ধান্তের সমালোচনা করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সভাপতি) মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, ‘আজ (শনিবার) বিকাল ৫টার আগে এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে রাতে পরিবারসহ মেয়রের বাড়িতে গিয়ে খেয়ে আসুন।’

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘পেটের দায়ে হকাররা ফুটপাতে বসে। তাদের পুনর্বাসন না করে কেন অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে?’

মেয়রের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘একবেলা ব্যবসা করলে তাদের একবেলার খাবার জোটে। বাকি বেলার খাবার কি আপনি দেবেন? তা না হলে এ সিদ্ধান্ত নিতেন না।’ 

তিনি আরও বলেন, সরকারের উচিত হকারদের রুটি রুজির ব্যবস্থা করা। কিন্তু তা না করে উল্টো তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। সেখানেও সরকারের এত সমস্যা কেন? এতই যখন সমস্যা তাহলে তাদের জন্য মার্কেট করে দিন। তাহলে তো সমস্যা থাকে না?’ 

১১ জানুয়ারি হকারদের সংগঠন ‘হকার্স ফেডারেশন’ এর সঙ্গে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের মত বিনিময় সভায় সিদ্ধান্ত হয়, কর্মদিবসে হকাররা ফুটপাতে বসবেন না।

মেয়র জানান, দিনের বেলায় মানুষের চলাচল যেন নির্বিঘ্নে থাকে। সে ব্যবস্থা নিশ্চিত করতে অফিস ছুটির দেড় ঘণ্টা পর থেকে হকাররা পণ্য নিয়ে বসতে পারবে।
শনিবার সকাল ১০টায় বাংলাদেশ হকার্স ইউনিয়নের আয়োজনে কয়েক হাজার হকার প্রেসক্লাবের সামনে জড়িত হয়। এ সমাবেশের জন্য প্রায় দুই ঘণ্টা প্রেসক্লাবের সামনে যান চলাচল বন্ধ ছিল। সমাবেশ শেষে হকার্সরা বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের সামনে দিয়ে গুলিস্তান গিয়ে শেষ করে।

 আরও পড়ুন: বিএনপি এখন নালিশের ভাঙা রেকর্ড বাজায়: ওবায়দুল কাদের

/আরএআর/এসটি/