‘কেউ প্রতিরোধ সৃষ্টি করলে প্রতিহত করা হবে’

মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র সাইদ খোকন বলেছেন, ‘যে কোনও মূল্যে ফুটপাত দখলমুক্ত রাখা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ প্রতিরোধ সৃষ্টি করলে প্রতিহত করা হবে।’

বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতাদের সঙ্গে সোমবার এক বৈঠকে মেয়র এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘গুলিস্তানসহ আশেপাশের এলাকা হকারমুক্ত করার পর পরিবহন চলাচলে শৃঙ্খলা আনার চেষ্টা করা হবে।’

গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান

পুনর্বাসনের ব্যবস্থা না করে গুলিস্তান থেকে হকারদের উচ্ছেদের প্রতিবাদে সোমবার হকারদের নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। তবে পুলিশের বাধার কারণে তারা সেখানে অবস্থান নিতে পারেননি। পরে তারা ফুলবাড়ীয়ায় অবস্থান নেন। সেখান থেকে একটি প্রতিনিধি দল মেয়রের সঙ্গে নগর ভবনে গিয়ে দেখা করেন এবং স্মারকলিপি দেন। ওই সময় তারা মেয়রের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাশিম কবির বলেন, ‘মেয়রের কথায় আমরা সন্তুষ্ট নই। সাধারণ সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো। প্রয়োজনে আইনি লড়াইয়ে যাবো।’

আরও পড়ুন: গুলিস্তান থেকে হকার উচ্ছেদ শুরু

/ওএফ/এসটি/