গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন ২২ মার্চ

নির্বাচন কমিশনগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় ওই শূন্য আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে ২২ মার্চ। বর্তমান নির্বাচন কমিশন ৫ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। তবে নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন নির্বাচন কমিশনের অধীনে।
নির্বাচন কমিশনের সহকারী সচিব রাজীব আহসান গাইবান্ধা-১ আসনের নির্বাচনের এসব তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরি করেছে ইসি। প্রাথমিকভাবে ২২ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।’
সংবিধানের বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ওই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে পৌঁছেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা।
/ইএইচএস/টিআর/