‘একযুগ পরে কেন এই শিল্প রক্ষা আন্দোলন?’

উদিসা ইসলাম

 

বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ সাংবাদিক উদিসা ইসলাম বলেন, ‘টেলিভিশন মূল্যবোধ তৈরি করে হয়তো কিছুটা, কিন্তু সেটা খুব বেশি বলে আমি মনে করি না। উত্তরা তেজকুনি পাড়ায় কিশোর হত্যার ঘটনায় আমরা বুঝতে পারি আমাদের সমাজের মূল্যবোধের জায়গায় ঘুন ধরেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পিছনে কি বিদেশি সিরিয়াল দেখা দায়ী?

আমার প্রশ্ন হলো, মূল্যবোধ ক্ষয়ে যাচ্ছে দেখেও এই মূল্যবোধের আন্দোলনে আপনারা বিলম্ব করলেন কেন? মামুনুর রশীদকে প্রশ্ন করে তিনি আরও বলেন, আপনার শিক্ষা ধ্বংসের মুখে গেছে বলে শিক্ষকদের দায়ী করছেন, বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলন কি ধ্বংস হয়ে যায়নি?

বাংলা ট্রিবিউন আয়োজিত ‘বিদেশি সিরিয়াল: সংস্কৃতির আপনপর’ শীর্ষক বৈঠকিতে উদিসা ইসলাম এ কথা বলেন। সে সময় তিনি দেশে নির্মিত অনুষ্ঠানের মান নিয়েও প্রশ্ন তুলেন।

‘বিদেশি সিরিয়াল: সংস্কৃতির আপন-পর’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করে বেলা ১১টা ১০ মিনিট থেকে। দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, টিভি চ্যানেলের শীর্ষ কর্তাব্যক্তি, শিক্ষক ও সাংবাদিকরা চলমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, গাজী রাকায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক, দীপ্ত টিভির প্রধান নির্বাহী উরফী আহমদ, গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড গাউসুল আজম শাওন, সাংবাদিক উদিসা ইসলাম বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলে ১টা পর্যন্ত।

এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ। এবং এ সংক্রান্ত সব নিউজ পড়তে সরাসরি বাংলা ট্রিবিউনের হোম পেইজে চোখ রাখুন। এছাড়া তথ্য পেতে নজর রাখুন বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজে।

/এফএএন/