কোনও অবস্থাতেই অতিরিক্ত ওজনবাহী গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোনও অবস্থাতেই অতিরিক্ত ওজনবাহী গাড়ি মহাসড়কে চলতে দেওয়া হবে না। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

১২ দফা দাবিতে গত দু’দিন ধরে ধর্মঘট পালন করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। উদ্ভূত সমস্যা সমাধানের জন্য ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকের এক ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তাদের দাবি পর্যালোচনা করা হচ্ছে। আশা করি একটি সমাধানে পৌঁছানো যাবে। তবে কোনও অবস্থাতেই ওভারলোডেড (অতিরিক্ত ওজনবাহী) গাড়ি চলতে দেওয়া হবে না।’

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগের কথা শুনেছি। কিন্তু সুনির্দিষ্ট কোনও অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। এখন চলছে। বৈঠকে নৌমন্ত্রী শাহজাহান খান উপস্থিত আছেন।

/জেইউ/এসটি/টিএন/