সার্চ কমিটিতে সম্ভাব্য যারা

700

নতুন নির্বাচন কমিশন (ইসি) ইস্যুতে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি এরই মধ্যে বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হয়েছে।

এ কমিটিতে সদস্য হিসেবে সম্ভাব্য যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট দুজন বিচারপতি, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরিন আখতার।

সচিবালয় ও বঙ্গভবন সূত্রে জানা এ তথ্য জানা গেছে।

২০১২ সালের ২৪ জানুয়ারি নির্বাচন কমিশন গঠন করতে যে প্রক্রিয়ায় সার্চ কমিটি গঠন করা হয়, এবারও ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তবে এবার শুধু সংখ্যা বাড়ানো হবে। যুক্ত হবে নারী সদস্যও। গতবার সার্চ কমিটিতে সদস্য ছিলেন ৪জন। 

/পিএইচসি/এসটি/