হজ চুক্তি করতে সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানহজ চুক্তি করতে সোমবার রাতে সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আগামী বুধবার সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনের সঙ্গে দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদন করবেন তিনি।
ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ২০১৭ সালের হজ চুক্তি ছাড়াও ধর্মমন্ত্রী দক্ষিণ এশীয় হাজীসেবা সংস্থা (মুয়াসসাসা), ইউনাইটেড জেনারেল কার সিন্ডিকেট, মদিনা আদিল্লা অফিস এবং সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আরও চার থেকে পাঁচটি চুক্তিতে স্বাক্ষর করবেন।
ধর্মমন্ত্রীর সঙ্গে হজ প্রতিনিধি দলে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, যুগ্ম সচিব (হজ) মো. হাফিজ উদ্দিন, ধর্মমন্ত্রীর একান্ত সচিব ড. মো. আবুল কালাম আজাদ এবং ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সাঈদ।
এছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল এ কে এম শহীদুল করীম, বাংলাদেশ হজ অফিস জেদ্দার কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান, কনসাল হজ মো. জহিরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার সৌদি আরবে হজ প্রতিনিধি দলের স্থানীয় সদস্য হিসেবে থাকবেন।
/জেইউ/এএআর/আপ-এমও/