নাগরিকত্ব আইন অপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত: মওদুদ

বিএনপি

বাংলাদেশের নাগরিকত্ব আইন-২০১৬ এর খসড়াটি ‘সেনসেটিভ’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘এই নাগরিকত্ব বিলের সঙ্গে নিরাপত্তার প্রশ্ন জড়িত। এই বিলের কোনও লক্ষ্য বা উদ্দেশ্য দেখতে পাচ্ছি না।’

শুক্রবার বিকালে গুলশানের হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশ নাগরিকত্ব আইন ২০১৬ (খসড়া): নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনায় বিএনপির এ নেতা বলেন, ‘এই বিলটি অপরিপক্ক। এটি তৈরিতে মনোযোগের অভাব ছিল না ঠিকই তবে এটা উদ্দেশ্যপ্রণোদিত। এটাকে ছেলেখেলা বলা যেতে পারে।’

বিএনপি ২

তিনি বলেন, ‘সুযোগ আছে জনগণের কাছে এ বিলটি আরও বিস্তারিতভাবে তুলে ধরার। আইনটিকে আরও পিউরিফাই করার সুযোগ রয়েছে। এই বিলের কিছু কিছু সেকশন আছে সংবিধানবিরোধী। এতে অ্যাবিউজ হওয়ার শঙ্কা আছে।’ এসময় তিনি আওয়ামী লীগের মধ্যে যারা অন্য দেশের নাগরিক তাদের নামের তালিকা দেশের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির অর্ধ শতাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন। 

 /এসটিএস/এমও/এসটি/