চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করুন: সাইদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকনচাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন। তিবি বলেন, ‘আমরা যদি সবাই চাঁদাবাজদের বয়কট করে চলি তাহলে তারা এমনিতেই ভালো হয়ে যাবে।’

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোরে ধানমণ্ডি থেকে নিউমার্কেট পর্যন্ত সড়ক মডেল সড়কে রূপান্তরের জন্য এক ডিজাইন প্রদর্শনীতে মেয়র এ কথা বলেন।

মেয়র সাইদ খোকন বলেন, ‘আজ নগরীর শাহবাগ, মতিঝিল ও পল্টন থানায় ৭২ জন চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মেয়র আরও বলেন, ‘গুলিস্তান, মতিঝিল হকারমুক্ত করা হয়েছে। নগরবাসী এখন শান্তিতে চলাফেরা করতে পারছে। কিছু লোক বাইরে থেকে লোক ভাড়া করে এনে হকারদের পক্ষে মিছিল করাচ্ছে। এটা আইনের বরখেলাপ।’

/ওএফ/এআর/এফএস/