অবৈধ বাংলাদেশিদের ইইউ থেকে ফেরত পাঠানো হবে

ইউরোপিয়ান ইউনিয়নইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় কুটনৈতিক কনসালটেশনস বৈঠকে এ বিষয়ে দুইপক্ষ একমত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক নেতৃত্ব দেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দেন এশিয়া প্যাসিফিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ড।
নিয়মবহির্ভূত অভিবাসনের ঝুঁকি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণামূলক কার্যক্রম চালানোর বিষয়ে দুইপক্ষ একমত হয় এবং এ প্রচারণামূলক কার্যক্রম ঢাকায় ২৮ ফেব্রুয়ারি একটি কর্মশালা আয়োজনের মাধ্যমে শুরু হবে।
বৈঠকে কানেক্টিভিটি, অভিবাসন, শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ, এজেন্ডা ২০৩০, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন বিষয়গুলি নিয়ে দুইপক্ষ আলোচনা করে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় দুইপক্ষ ২০১৮ সালে আলোচনায় বসবে।
/এসএসজেড/এআর/