শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ আটক ১

আটক স্বর্ণ

রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে সোমবার দুপুরে প্রায় দেড় কেজি স্বর্ণসহ ১ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আটক ব্যক্তির নাম রাসেল খান ( ৩২)। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। 

তিনি বিজি ০৪৮ ফ্লাইটে করে চট্টগ্রাম হয়ে ঢাকা আসেন। তিনি দুবাই থেকে চট্টগ্রাম আসেন। এরপর ঢাকায় আসেন ডোমেস্টিক ফ্লাইটে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, টাকার বিনিময়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে আকাশে এই স্বর্ণ রেক্টামে প্রবেশ করান। এই স্বর্ণ তিনি প্লেনে ওঠার পরে ১১বি সিট থেকে সংগ্রহ করেন। দুবাই থেকে আসা কোনও যাত্রী এই স্বর্ণ ওই আসনের রেখে গেছেন। 

পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাসেল বিমানের ওঠেন এবং পায়ু পথ দিয়ে স্বর্ণ শরীরে প্রবেশ করান। এটিই তার প্রথম স্বর্ণবহন বলে জানান। তাকে আর্চওয়ে দিয়ে হাটিয়ে নিশ্চিত হয় শুল্ক গোয়েন্দার দল। মেটাল ডিটেক্টরেও পেটে স্বর্ণ থাকা সিগনাল পাওয়া যায়। 

গোয়েন্দা তথ্য অনুযায়ী তাকে শনাক্ত করে বিমানবন্দর কাস্টমস হলে আনা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসার পর তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। প্রথমে স্বীকার না করার এক পর্যায়ে তলপেট কেটে স্বর্ণ বের করে আনার কথা বললে তিনি স্বর্ণের কথা স্বীকার করেন। রেক্টামে স্বর্ণ থাকায় কাস্টমস হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বিশেষ পদ্ধতিতে স্বর্ণ বের করে দেন।

আটক স্বর্ণের মূল্য ৬৫ লাখ টাকা। আটক ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে। 

/জেইউ/এসটি/