বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের নকশা আঁকছে: শাজাহান খান

 

নৌমন্ত্রী শাজাহান খান (ফাইল ছবি)আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে উচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের নকশা আঁকছে। দলটির নেতারা নির্বাচনের নামে ২০১৪ সালের মতো হুমকি দিতে চান। কিন্তু তাদের সে হুমকিতে জনগণ ভয় পায় না। উন্নয়নপ্রিয় জনগণ আগামীতে ভোটের মাধ্যমে তাদের অপকর্মের জবাব দেবে। সোমবার বিকালে ইঞ্জিনিয়ার্স অব ডিপ্লোমা ইনস্টিটিউশনে ‘সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণ সভা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি’র ষড়যন্ত্র ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন । তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার আদর্শ আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে।’

নৌমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার জন্য নির্বাচনে আসবে। বিএনপি আন্দোলনের নামে যে মানুষ খুন করেছে, জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর করেছে, সেসব বিষয়ে দেশের মানুষকে জানাতে হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে,তা জনগণকে জানাতে হবে।’

স্মরণ সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার,  অরুন সরকার রানা এবং বঙ্গবন্ধু একাডেমির  সহ-সম্পাদক মো. মিজি প্রমুখ।

/এসআই/এমএনএইচ/