সকাল থেকেই বই মেলায় ভিড়

16831663_1224222734292729_1176525052_n

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফ্রেবুয়ারি সকাল ৮টা থেকেই অমর একুশে গ্রন্থ মেলা খোলা রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েই দর্শণার্থীরা প্রবেশ করছেন এ মেলায়। 

এদিন সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার দোকান খোলার পর থেকেই দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। বেশিরভাগ দর্শনার্থীর পোশাকেই রয়েছে শোকের ছোয়া।

কয়েকজন দর্শনাথীর সঙ্গে কথা বললে তারা জানান, গত ২০ দিন ধরে বই মেলা চললেও আগে অনেকেই আসেননি। ঢাকা ও ঢাকার বাইরে থেকেও আজই এসেছেন তারা। কারণ শহীদ মিনারে ফুল দিয়ে বই মেলায় প্রবেশ করবেন এবং পছন্দের বই কিনবেন। একই দিনে দুটি কাজ একসঙ্গে হবে বলেও এ দিনটিই বেছে নিয়েছেন তারা। এদিকে স্টলে স্টলে বই বিক্রিও বেড়েছে বলে জানিয়েছেন দোকানিরা। আজ মেলা খোলা থাকবে প্রতিদিনের মতি রাত ৮ টা পর্যন্ত।

এর আগে ভোর থেকেই নীলক্ষেত, আজিমপুর, পলাশী মোড় রাস্তা হয়ে শহীদ মিনারের দিকে মানুষের ঢল নামে। দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে লাখো মানুষ ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ ভিড়ও বাড়তে থাকে।

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল, সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে এসেছে শ্রদ্ধা নিবেদন করতে। নারী-শিশুও ছিল এই দলে।

 /আরএআর/এসটি/