‘জঙ্গি-শীর্ষ সন্ত্রাসীরা নয়, শুধুমাত্র সাধারণ কয়েদিরা মোবাইলের সুবিধা পাবে’

কারাবন্দিদের পরিবার থেকে বিচ্ছিন্ন রাখার পরিবর্তে আরও বেশি কাছে রাখার ব্যবস্থা হিসেবে কারাগারে চালু হচ্ছে মোবাইলে কথা বলার সুযোগ। সাধারণ বন্দিরা এই সুবিধার আওতায় থাকলেও জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা কারও সঙ্গে কথা বলার সুযোগ পাবে না। বৃহস্পতিবার কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে কারা অধিদফতরের মহাপরিদর্শককারা মহাপরিদর্শক বলেন, ‘বন্দিরা কারাগারে প্রবেশের সময় তার পরিবারের দুটি ফোন নাম্বার সংগ্রহ করা হবে। এই দুই নাম্বার ছাড়া বন্দিরা আর কারও সঙ্গে কারাগারে বসে মোবাইলে কথা বলতে পারবে না। তাদের প্রতিটি কল রেকর্ড থাকবে। মোবাইলে সন্ত্রাসী বা উগ্রবাদি কোন কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না তাও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।’

মোবাইলে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা কার্যক্রম শুরু প্রসঙ্গে কারাপ্রধান জানান, গত বছরের ১০ এপ্রিল কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন, কারাগারে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে নির্দিষ্ট সময় পর পর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার সুযোগ সৃষ্টি করা হবে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘এটুআই’ প্রোগ্রামের আওতায় সার্ভিস ইনোভেশন ফান্ডের সপ্তম পর্বে কারাবন্দিদের ফোনে কথা বলা সংক্রান্ত ‘প্রিজন লিংক’ প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল জেলা কারাগারে বুথ স্থাপন করে শিগগিরই প্রকল্পটি চালু করা হবে।

/আরজে/এমও/