‘ঢাবি অ্যালামনাই নিউজ’ অ্যাওয়ার্ড পেলেন তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদবঙ্গবন্ধু দিবস (২৩ ফেব্রুয়ারি) উপলক্ষে ডাকসু’র সাবেক ভিপি ও বর্তমানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর দফতরে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামত তোফায়েল আহমেদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের অন্যতম উপদেষ্টা ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা ইমেরিটাস প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, দৈনিক উন্নয়ন বার্তার সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জু, জিটিএস গ্রুপের এমডি আব্দুল হালিম মৃধা, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের প্রতিনিধি তারান ফেরদৌস, মুরাদুর রহমান মুরাদ, মারিয়া রিমা, নাহিদ হাসান নয়ন প্রসুখ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের এই মহতী উদ্যোগ ও কার্যক্রমকে আমি স্বাগত জানাই। এটা অত্যন্ত ভাল কাজ। আমাকে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অ্যালামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামত উপাচার্য আব্দুল মান্নান চৌধুরীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ কর্তৃপক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০০ জন ঢাকা ইউনিভার্সিটির সাবেক সফল ব্যক্তিত্বদের জীবনী নিয়ে বই প্রকাশ করবে। আমি এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে সহযোগিতা করতে চাই।’  

/এসআই/এসএনএইচ/