শেষ দিনে বইমেলায় শিশু-কিশোর ও শিক্ষার্থীদের ভিড়

 

বইমেলাআজ পর্দা নামছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১৭ এর। শেষ দিনের মেলা শুরু হয়েছে সকাল ১১টা থেকে। রোদ্র উজ্জ্বল দিনে মেলার গেট খোলার সঙ্গে সঙ্গে বাংলা একাডেমি প্রাঙ্গণে জমাতে শুরু করেছে শিশু, কিশোর ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বাবা-মা’র সঙ্গে মেলার শেষ দিনে এসেই তারা ব্যস্ত হয়ে পড়েছে পছন্দের বেই কেনায়।

বইমেলামঙ্গলবার বেলা ১১টায় বইমেলা খুলে দেওয়া হয়। সাড়ে ১১টার মধ্যে মেলা প্রাঙ্গণ ভরে ওঠেছে। মূলত শিশু, কিশোর এবং স্কুলের শিক্ষার্থীরা দল বেধে বইমেলায় এসেছেন। মেলার শেষ দিন হওয়ায় তালিকা ধরে বই কিনছেন সবাই। এমন একজনের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের এ প্রতিনিধির। তিনি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী। শেষ দিনের মেলায় আসা প্রসঙ্গে সে বলে, ‘যে বই যেগুলো কিনবো সেগুলো ২৫ ফেব্রুয়ারি মেলায় এসেছে। আজ সকালে ভিড় কম হবে মনে করে স্কুল শেষ করে চলে এসেছি।’

বইমেলামেলা চত্বর ঘুরে আজ দেখা গেছে, বড় প্রকাশনা সংস্থার স্টলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। পছন্দের বইটি কিনতে সবাই ব্যস্ত। এসেছেন বিদেশি নাগরিকরাও। এমন এক বিদেশি নাগরিককে তার দুই সন্তানকে নিয়ে মেলা ঘুরতে দেখা যায়। তিনি শিশু অঙ্গনে ঘুরে ঘুরে বর্ণমালা শেখার বই খুঁজছেন। এ সময় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাকরি সূত্রে আমি এ দেশের বাস করছি। শিশুদের বাংলা শেখার আগ্রহ থেকে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের বই কিনছি।’

বইমেলাএদিকে, মেলা প্রাঙ্গণে রাজধানীর বিভিন্ন স্কুল থেকে ১৫ জনের একটি গ্রুপ বই মেলায় এসেছেন। তারা জানান, ‘পরীক্ষা থাকায় প্রথমদিকে এবারের মেলায় আসতে পারিনি। শেষ দিনের সকালটা আমরা নিজেদের মতো করে বই কেনার সুযোগ পাবো ভেবে এসেছি। এ সময় ধুলোটাও কম থাকে।’

কথা বলে জানা যায়, তারা মূলত হুমায়ুন আহমেদের মিসির আলী বইয়ের ভক্ত।

/ইউআই/এসএনএইচ/এসটি/