ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর প্রিজনারকে তলব


ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফান প্রিজনার

ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফান প্রিজনারকে শুল্ক গোয়েন্দা অধিদফতরে আগামী ৩০ মার্চ তলব করা হয়েছে।  

শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগের তদন্তের সূত্রে এই নোটিশ দেওয়া হয়েছে তাকে। শুল্ক গোয়েন্দা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এটি তাকে পাঠানো দ্বিতীয় নোটিশ। এর আগে ২৮ ডিসেম্বর তলব করলে তিনি হাজির হতে ব্যর্থ হন।

তার বিরুদ্ধে অভিযোগ, শুল্ক গোয়েন্দা এর আগে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে স্থানীয় ননপ্রিভেলজড পারসনের কাছে বিক্রি করেন। এতে তার ব্যক্তিগত লাভের বিষয়টি প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। শুল্ক গোয়েন্দা গাড়িটি জব্দ করে এবং তদন্ত শুরু করে।
উল্লেখ্য, প্রিজনার বর্তমানে উজবেকিস্তানে একই প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
/ জেইউ/টিএন/