শিক্ষাসচিবসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

হাইকোর্টআদালত অবমাননার দায়ে শিক্ষাসচিবসহ ৬ জনকে কেন দোষী সাব্যস্ত করা হবে না, তা জানাতে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।
অন্য পাঁচ জন হলেন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব নাজমুল হাসান খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভিকারুন নিসা নূন স্কুলের অধ্যক্ষ সুফিয়া খাতুন, অ্যাডহক কমিটির সদস্য এনামুল হক আবুল ও অপারেষ চন্দ্র সাহা।
আদালতের আদেশে নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী ভিকারুন নিসা নূন স্কুলের অ্যাডহক কমিটির নির্বাচন না করায় ও আদালতের রায় অনুযায়ী বেসরকারি স্কুলের কমিটি গঠনে আইন তৈরি না করায় এ রুল জারি করা হয়েছে।
/ইউআই /এপিএইচ/

আরও পড়ুন: 
গাইবান্ধার সেই এসপি খাগড়াছড়িতে, আপত্তি সিএইচটি কমিশনের