উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল পাস

 

জাতীয় সংসদ (ছবি: সংগৃহীত)উন্নয়ন অর্থনীতি, জনসংখ্যা তথ্য ও অন্যান্য সামাজিক বিজ্ঞানসহ প্রাসঙ্গিক বিষয়ে গবেষণা, অনুসন্ধান ও জ্ঞান বিস্তারের জন্য একটি প্রতিষ্ঠান গঠন এবং এ সংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়নের সুযোগ রেখে সংসদে ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল-২০১৭’ পাস হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বিলটি পাসের জন্য প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিকাল পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বিলটির ওপর বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সদস্য সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃততিতে মন্ত্রী জানান, আদালতের নির্দেশে সামরিক শাসনের আমলে জারিকৃত অধ্যাদেশকে আইনে পরিণত করতে এবং বাংলা ভাষায় আইন প্রণয়নের জন্য এই বিলটি আনা হয়েছে। গত বছরের ৮ ডিসেম্বর বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করা হয়। পরে তা পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বুধবার সংসদীয় কমিটির সুপারিশ আকারে বিলটি পাস হয়। 

বিলে প্রতিষ্ঠান, কার্যালয়, পরিচালনা ও প্রশাসন, প্রতিষ্ঠানের ক্ষমতা ও কার্যাবলীসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে পরিকল্পনামন্ত্রীকে চেয়ারম্যান করে ১৪ সদস্যের বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে বোর্ডের সভা, মহাপরিচালক, সচিব, কমিটি গঠন, নীতি সমন্বয় কমিটি, প্রশাসন বিষয়ক কমিটি, অর্থ বিষয়ক কমিটি, কমিটির সভা, তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নীরিক্ষা প্রতিবেদন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ আনুষঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

/ইএইচএস/এমএনএইচ/