নির্বাচনি প্রতীকের তালিকা থেকে বাদ পড়ল ‘দাঁড়িপাল্লা’

নির্বাচন কমিশননির্বাচন কমিশনের (ইসি) তালিকায় থাকা রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দেওয়া হয়েছে। ইসির সংরক্ষণে এতো দিন ৬৫টি প্রতীক থাকলেও দাঁড়িপাল্লা প্রতীকটি বাদ দেওয়ায় এখন ৬৪টি প্রতীক থাকল। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে ইসি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সংশোধিত এ গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ডিসেম্বর হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল একটি চিঠিতে ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লা’ যাতে কোনও রাজনৈতিক দল তার দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করতে না পারে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইসিকে অনুরোধ করে। এরপরই ইসি নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধনের উদ্যোগ নেয়।
তারও আগে, কোনও রাজনৈতিক দলকে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভায়।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামির নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লা। ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামির নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
/ইএইচএস/এএ/