মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার দাবি নারীদের

নারী দিবসে রাজধানীতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন। ছবি: নাসিরুল ইসলামআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর মর্যাদা, সমঅধিকার, কর্মস্থলে নারী শ্রমিকের নিরাপত্তা, সম-মজুরি, গৃহস্থলে নারীর সার্বিক নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বেশ কয়েকটি নারী সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন-বাংলাদেশ কাউন্সিল, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, বাংলাদেশ ভাসমান নারী শ্রমিক ইউনিয়নসহ আরও বেশ কয়েকটি সংগঠন মানবন্ধন করেছে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীয় সদস্য সামসুন্নাহার জোৎস্না বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে চেতনার মূলে ছিল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন সাম্য সমাজ গড়ার আহ্বান। নারী দিবস ঘোষণার ১০৭ বছর পর এবং মুক্তিযুদ্ধের ৪৬ বছর পরও আমাদের দেশের নারীরা সামাজিক-পারিবারিক জীবনের অনেক ক্ষেত্রে সম-অধিকার থেকে বঞ্চিত। ফলে যতদ্রুত সম্ভব নারীর সম-অধিকার সুনিশ্চিত করতে হবে।’

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার পৃথক মানববন্ধনে বলেন, ‘সর্বপ্রথম নারী শ্রমিকদের মর্যাদা দিতে হবে, কর্মস্থলে নারীর নিরাপত্তা দেওয়াসহ নারী পুরুষের সহ-অবস্থান নিশ্চিত করতে হবে।’ শ্রমিক হিসেবে নারী যেন তার যোগ্য মর্যাদা, কর্মস্থলের নিরাপত্তা, চাকুরির নিরাপত্তা, পদোন্নতিতে সম-অধিকার, নেতৃত্ব ও ট্রেড ইউনিয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান তিনি। 

অন্যদিকে নারী গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। সংগঠনের নেতাকর্মীরা নারী গৃহশ্রমিকদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দাবি তুলেছেন।

ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন-বাংলাদেশ কাউন্সিলের মানববন্ধনে সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘গার্মেন্টসসহ সব বেসরকারি খাতে কর্মরত নারী শ্রমিকদের জন্য সরকারি সেক্টরের মতো স্ব-বেতনে অবিলম্বে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করতে হবে। শ্রমিকের মজুরি সর্বনিম্ন ২০০ ডলার দিতে হবে।’ এছাড়া নারী শ্রমিকদের সম-অধিকার, সম-মজুরি ও পদোন্নতি নিশ্চিতের দাবিও জানান তিনি।

/আরএআর/এএ/