‘বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ নয়, সফল করাই আমাদের উদ্দেশ্য’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো)

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করা নয়, বরং এগুলোকে সফল করাই আমাদের উদ্দেশ্য। তিনি বলেন, ‘আমরা তাদের সহযোগিতা করছি, ভবিষ্যতেও করতে চাই। আমরা চাই দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সফল হোক। তবে তারপরেও যারা শুধু মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান তাদের ছাড় দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও পার্থক্য করি না’ উল্লেখ করে সমাবর্তন অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সব শিক্ষার্থীই আমাদের। তারা দেশের ভবিষ্যত। তাদের কল্যাণে আমরা কাজ করতে চাই। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। তারা নজরদারির মধ্যেও আছে। আইনের ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ৭ মার্চ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনায় করণীয় নির্ধারণে চার সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। এ কমিটিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সুপারিশসহ আগামী জুনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি উচ্চ পর্যায়ে গবেষণা কার্যক্রম শুরু করতে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করছি। এসব প্রচেষ্টার মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠা করা সম্ভব।’

সমাবর্তন অনুষ্ঠানে জানানো হয়, অনুষ্ঠানে তিন হাজার ১৭৯ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি এবং তিনজন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ-এর সেক্রেটারি জেনারেল প্রফেসর জন উড।

এছাড়া অন্যান্যের মধ্যে ইমপেরিয়াল কলেজের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রো-ভিসি ড. এম নুরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/এসএমএ/টিএন/