বাংলাদেশ ব্যাংককে ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা ফেরত দিতে হবে

হাইকোর্ট

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক ব্যক্তি ও বিভিন্ন কোম্পানির কাছ থেকে আদায় করা ১২শ কোটি টাকার মধ্যে ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা ফেরত দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের করা ১১টি আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার (১৬ মার্চ) এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিট আবেদনকারীপক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী।

আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের আপিল আজ (বৃহস্পতিবার) আদালত খারিজ করে দিয়েছেন। এর ফলে জরুরি অবস্থার সময় আদায় করা টাকা ফেরত দেওয়ার হাইকোর্টের রায় বহাল থাকায় বাংলাদেশ ব্যাংককে টাকা ফেরত দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘বাকিরা টাকা ফেরত পেতে চাইলে আদালতে আবেদন করতে হবে। তারা কবে এই টাকা দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে, তা পূর্ণাঙ্গ রায়ে জানা যাবে।’

যারা আপিল করায় টাকা ফেরত পাবেন তারা হলেন— এস আলম স্টিলস লিমিটেড (৬০ কোটি টাকা), দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড ও বারাউরা টি কোম্পানি লিমিটেড (২৩৭ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ২ টাকা ১৭ পয়সা), মেঘনা সিমেন্ট মিল (৫২ কোটি টাকা), বসুন্ধরা পেপার মিল (১৫ কোটি), ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড (৯০ লাখ টাকা), ইউনিক সিরামিক ইন্ডাস্ট্রিজ (৭০ লাখ টাকা), ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস (১৭ কোটি ৫৫ লাখ টাকা), ইউনিক ভকেশনাল ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী মো. নূর আলী (৬৫ লাখ টাকা), বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড (৭ কোটি ১০ লাখ টাকা), ইস্টার্ন হাউজিং লিমিটেড (৩৫ কোটি টাকা) এবং ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লিমিটেড ডেভেলপমেন্ট (১৮৯ কোটি টাকা)।

/ইউআই/টিআর/