প্রথমে ছেলে দাবি, পরে না

আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলাকারীরর মরদেহ

রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত জঙ্গিকে প্রথমে নিজের ছেলে বলে দাবি করেছিলেন আমিরুন নামের এক নারী। তিনি জানান, তার ছেলের নাম রফিক। ৫ দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে র‌্যাব-১ এর সদস্যরা ওই নারীর সঙ্গে বিস্তারিত কথা বলার পর তিনি বুঝতে পারেন আত্মঘাতী তার ছেলে নয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, শনিবার সকালে এক নারী আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে এসে আত্মঘাতী জঙ্গিকে নিজের ছেলে বলে দাবি করেন। আমিরুন নামের ওই নারী জানান, তাদের বাড়ি পিরোজপুর। তারা ছেলে রফিকের একটি চায়ের দোকান রয়েছে। পাঁচদিন আগে তার ছেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। একটি পত্রিকায় ছাপা হওয়া ছবি দেখে তিনি ছুটে এসেছেন। তাকে র‌্যাবের হেফাজতে নিয়ে কথা বলা হচ্ছে।

পরে র‌্যাব-১ এর সিও লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ওই নারীরা সঙ্গে তারা কথা বলেছেন। প্রথমদিকে তিনি মনে করেছিলেন নিহত জঙ্গি তার ছেলে। পরে বিস্তারিত কথা বলার পর তিনি বুঝতে পেরেছেন যে এটা তার ছেলে নয়। আমরা নিহতের পরিচয় জানার চেষ্টা করছি।    

/এসটি/