সড়ক পরিচ্ছন্নতার দায়িত্ব নিলো গুলশান সোসাইটি

গুলশান ৬২ নম্বর সড়কে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন মেয়র আনিসুল হক।সিটি করপোরেশনের ওপর নির্ভরতা কমাতে এবার নিজেদের এলাকা নিজেরাই পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিলো গুলশান সোসাইটি। এখন থেকে সোসাইটি নিযুক্ত কর্মীরা গুলশানের সড়কগুলো পরিষ্কার করবেন। আর সংগৃহীত বর্জ্য নিয়ে যাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত এ উদ্যোগ সিটি করপোরেশনের জন্য সহায়ক হবে বলে আশা করছেন গুলশানের বাসিন্দারা।

শনিবার (১৮ মার্চ) গুলশান লেক পার্ক অ্যাম্ফিথিয়েটারে আনুষ্ঠানিকভাবে ‘অ্যাডপ্ট অ্যা রোড’ শীর্ষক এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতার দায়িত্ব নেওয়া ব্যক্তিদের মধ্যে সনদ প্রদান করা হয়।

জানা গেছে, ডিএনসিসি এবং গুলশান সোসাইটির মধ্যে সম্পাদিত সমঝোতা অনুযায়ী প্রথম পর্যায়ে গুলশান আবাসিক এলাকার ৭০টি সড়কের পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এজন্য ১০০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তারা বর্জ্য সংগ্রহ করবেন এবং এই বর্জ্য ডিএনসিসির গাড়িতে করে আমিনবাজার ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হবে।

এদিনের অনুষ্ঠানে বক্তৃতাপর্ব শেষে গুলশান ৬২ নম্বর সড়কে পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির শুভসূচনা করেন মেয়র। পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসার জন্য গুলশান সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ এই ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতার দায়িত্ব কেবল মেয়র বা তার কর্মীবাহিনীর পক্ষে বহন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন নাগরিক সমাজের সচেতন সহযোগিতা।

গুলশান সোসাইটির মহাসচিব ব্যারিস্টার ওমর সাদাতের সঞ্চালনায় ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আব্দুর রাজ্জাক, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া ডিলন প্রমুখ।

/ওএফ/জেএইচ/