দুটি বিভাগে বিভক্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়

মন্ত্রিপরিষদ সচিবের জারি করা প্রজ্ঞাপনস্বাস্থ্যসেবা বিভাগ এবং মেডিক্যাল শিক্ষা ও পরিবারকল্যাণ নামে দুই ভাগ হয়ে পৃথক হলো স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে গত ১৬ মার্চ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ সচিব। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেসের ১৯৯৬-এর রুল ৩-এর সাবরুল (দুই)-এর প্রদত্ত ক্ষমতাবলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ গঠন করেছেন প্রধানমন্ত্রী। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই বিভাগ মিলিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী একজন থাকলেও বিভাগ দুটিতে সচিব থাকবেন দুই জন। বিভাগ দুটিতে কর্মকর্তা-কর্মচারীদের ভাগ করে দেওয়া হবে। তবে অধিদফতরের এক সূত্র জানায়, দুই বিভাগের ভেতরে কোন কোন খাত ভাগ হবে সে বিষয়ে কাজ চলছে।
তবে বিশেষায়িত হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, মেডিক্যাল কলেজ, জেলা-উপজেলা, ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র-কমিউনিটি ক্লিনিক, ওষুধ প্রশাসন অধিদফতরসমূহ স্বাস্থ্যসেবা বিভাগে এবং মেডিক্যাল শিক্ষা ও ডেন্টাল শিক্ষা, নার্সিং ও মিডওয়াইফসহ হোমিওপ্যাথি, পরিবার-পরিকল্পনা বিভাগসমূহ থাকবে মেডিক্যাল শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায়।
/জেএ/জেএইচ/