তারেক রহমানের লুটের টাকা ফিরিয়ে এনেছি: প্রধানমন্ত্রী

মাগুরা স্টেডিয়ামে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: টিভি থেকে সংগৃহীতবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের দুর্নীতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়ার ছেলের দুর্নীতি ধরা পড়েছে। তার লুটের টাকা আমরা দেশে ফিরিয়ে এনেছি। দেশের মানুষের টাকা দেশের মানুষকে ফিরিয়ে দিয়েছি।’

মঙ্গলবার মাগুরার জেলা স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত সরকারের দুর্নীতি, নির্যাতন ও ধ্বংসের চিত্র তুলে ধরেন। আন্দোলনের নামে বিএনপি’র জ্বলাও পোড়াওয়ের চিত্র তুলে ধরেন।

এছাড়াও প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা বারবার নৌকায় ভোট দিয়েছেন। যে নৌকায় ভোট দেওয়ায় দেশ স্বাধীন হয়েছে, আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারেন, দেশের উন্নয়ন হয়েছে সেই নৌকায় আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।’

তিনি আরও বলেন, ‘যারা ভোট চুরি ও দুর্নীতি  করেছিল, দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে, আগুন দেয় তারা ক্ষমতায় আসলে দেশ ধ্বংসের পথে যাবে। কারণ তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’

আমাদের ওয়াদা ছিল যুদ্ধাপরাধী ও জাতির পিতার হত্যাকারীদের বিচার করবো। এ বাংলার মাটিতেই বিচার করছি। যারা জঙ্গিবাদ করে, আমার দেশের ভাই বোনদের হত্যা করেছে তাদের স্থান বাংলার মাটিতে হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘আমার বাবার আদর্শ বাস্তবায়ন করতে দেশের মানুষের সেবা করতে দেশে ফিরে আসি। প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে মানুষের সেবা করবো।’

/এসএনএইচ/