নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের পদযাত্রা

নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের পদযাত্রাঅবিলম্বে নবম ওয়েজ বোর্ডের ঘোষণা বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে পথযাত্রা কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।  বুধবার  জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে রাজধানীর মৎস ভবন মোড়ে পৌঁছালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করেন সাংবাদিকরা।

গত ১২ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে এ কর্মসূচির ঘোষণা করেন সাংবাদিক নেতারা। এরপর ১৮ মার্চের মধ্যে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা না হলে ১৯, ২০ ও ২১ মার্চ তিন ঘণ্টা কর্মবিরতি রাখার ঘোষণাও দেন সাংবাদিক নেতারা। এ সময়ের মধ্যে কোনও সমাধান না আসলে ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে স্মারকলিপি নিয়ে পদযাত্রা করার কর্মসূচি ছিলো।

সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সাধারণ জনগণের যেন কোনও সমস্যা না হয়, পাশাপাশি যান চলাচলে কোনও বিঘ্ন না ঘটে সেই কারণে আমরা পদযাত্রা নিয়ে প্রধানমন্ত্রী কার্যলয়ের দিকে যাচ্ছি না। তবে আমিসহ সাংবাদিক নেতাদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলবো।’

সাংবাদিকদের এই পদযাত্রায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ (ডিআরইউ) বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/আরএআর/এসএনএইচ/