আরাফাত সানির বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেড়েছে

 

আরাফাত সানিক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন নির্ধারণ করেছেন বিচারক। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউল ইসলাম তদন্ত কর্মকর্তা এ মামলার প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৬ এপ্রিল নতুন দিন নির্ধারণ করেন।

ক্রিকেটার আরাফাত সানির আইনজীবী মো. মুরাদুজ্জামান মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার আসামি ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তার শারিরীক অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি। এ কারণে আদালতের কাছে সময় আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে প্রতিবেদন জমা দেওয়ার এ নতুন দিন নির্ধারণ করেন।’

গত ১ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ আদালতে আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে যৌতুকের কারণে মারধরের অভিযোগে মামলা দায়ের করেন সানির স্ত্রী দাবিকারী নাসরিন সুলতানা। পরবর্তীতে মামলা আমলে নিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নেওয়ার জন্য নির্দেশ দেন আদালত। পরে গত ৯ মার্চ আরাফাত সানি এ মামলায় জামিন পান।

/এসআইটি/এসএনএইচ/