‘আমরা গণহত্যা দিবস নয়, গণহত্যার স্বীকৃতি চাই’

ফাইজুল হক রাজুআপনার বন্ধুতো অনেকেই থাকে, সেখান থেকে কাছের বন্ধু বাছাই করা থাকে। তেমন বন্ধুদের কাছে এখন গণহত্যার স্বীকৃতি বিষয়ে হাজির হওয়ার সময় এসেছে। এটি অনেক আগে হওয়া উচিত ছিল, হয়নি। সেটি নিয়ে কেবল আওয়ামীলগকে দোষারোপ করা সুযোগ নেই।

 ‘গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি’ শিরোনামে আয়োজিত বাংলা ট্রিবিউন বৈঠকিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা এ কে ফাইজুল হক রাজু একথা বলেন। তিনি গণহত্যার স্বীকৃতির গুরুত্বের কথা তুলে ধরে বলেন, যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছিল সেটি অর্জন সম্ভব হয়েছে এখন আন্তর্জাতিক পরিসরে এটিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় এসেছে।বাইরের দেশে এই গণহত্যার কোন স্বীকৃত আলোচনা পরিলক্ষিত হয় না, এখন সেটি শুরু হবে।

তিনি আওয়ামী লীগ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ একা একা যে কাজটি করছে এটি আমাদের সবার কাজ। আমাদের সম্মিলিত দায়।

তিনি বলেন, আমরা গণহত্যা দিবস চাচ্ছি না। আমরা গণহত্যা যে ঘটেছে সেটির স্বীকৃতি চাইছি যেমনটা পেয়েছে আর্মেনিয়া, হলোকাস্টসহ আরও অন্যান্য গণহত্যার ঘটনা।  

সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার উপস্থাপনায় বাংলা ট্রিবিউন আয়োজিত ‘গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক বৈঠকিতে অংশ নিচ্ছেন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা এ কে ফাইজুল হক রাজু, সাংসদ মেহজাবিন খালিদ এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিরকার রাসেল।

/ইউআই/এফএএন/