'দূতাবাসগুলোকে সক্রিয় হতে হবে'

মাহজাবিন খালিদদেশের বাইরে দূতাবাসগুলোকে সক্রিয় হতে হবে। সবাইকে জানানোর বিষয় আছে। গণহত্যা যে ঘটেছে এটা নিয়ে এখনও আমাদের দেশেই দুই ভাগ আছে। এক ভাগ স্বীকারই করে না গণহত্যা ঘটেছে। সেটা নিয়ে কাজ করার আছে।

‘গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি’ শিরোনামে আয়োজিত বাংলা ট্রিবিউন বৈঠকিতে সংসদ সদস্য মেহজাবিন খালিদ এ কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে এতবছর বাংলাদেশের গণহত্যার কথা উচ্চারণই হয়নি। শহীদ সন্তানদের এবং পরিবারের যে কস্ট সেটার সাথে একাত্মতা জানিয়ে তিনি তার আলোচনায় বলেন, সেটি আর কেউ অনুধাবন করতে পারবেন না।

সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার উপস্থাপনায় বাংলা ট্রিবিউন আয়োজিত ‘গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক বৈঠকিতে অংশ নিচ্ছেন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা এ কে ফাইজুল হক রাজু, সাংসদ মেহজাবিন খালিদ এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিরকার রাসেল।

/ইউআই/এফএএন/